নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি জাতিসংঘ সদর দপ্তরের সামনে মানববন্ধন

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৩ ১১:৩৩ (মঙ্গলবার)
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি জাতিসংঘ সদর দপ্তরের সামনে মানববন্ধন

জাতিসংঘ সদর দপ্তরের সামনে মানববন্ধনে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীতনিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ২১ মার্চ মঙ্গলবার দুপুর ৩ টায় এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগর দক্ষিণ। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা। নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব বদিউল আলমের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি'র সাবেক সভাপতি আলহাজ আব্দুল লতিফ সম্রাট, প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার, সাবেক যুগ্ম সম্পাদকদের মধ্যে ছিলেন কাজী আজম,  গোলাম ফারুক শাহীন,  ফিরোজ আহম্মেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আহবাব হোসেন চোধুরী খোকন, নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্যসচিব সাইদুর রহমান সাঈদ ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেন।   মানববন্ধনে আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক এমলাক  হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, খলকুর রহমান, জিয়াউল হক মিশন, নাসির উদ্দিন, রিপন মিয়া, কামাল উদ্দিন দিপু, জোহরা বেগম, রেজবুল কবির, শেখ জহির, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসিম আহমেদ, বদরুল হক আজাদ, দেওয়ান কাউসার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সদস্যসচিব সাইদুর খান ডিউক এবং স্টেট বিএনপির যুগ্ম সদস্যসচিব রিয়াজ মাহমুদ।   প্রধান অতিথির বক্তব্যে আব্দুল লতিফ সম্রাট বাংলাদেশের বর্তমান এই সংকটকালীন পরিস্থিতিতে জাতিসংঘের সদর দপ্তরে স্মারকলিপি পেশ এবং  মানববন্ধন কর্মসূচি আয়োজনের জন্য নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দের প্রশংসা করে ধন্যবাদ জানান। বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ও খালেদা জিয়ার স্থায়ী মুক্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম চলমান থাকবে বলে ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.