নিউইয়র্কে ঈদ ফ্যাশন এক্সপো ১৪ এপ্রিল

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৩ ১১:৪০ (মঙ্গলবার)
নিউইয়র্কে ঈদ ফ্যাশন এক্সপো ১৪ এপ্রিল

utshobআসছে ১৪ এপ্রিল রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ঈদ ফ্যাশন এক্সপো। ব্যাপক আয়োজনে ম্যালভিল ম্যারিয়ট হোটেলে (1350 Walt Whitman Road, NY 11747) অনুষ্ঠেয় এক্সপোতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নামকরা সব ভেন্ডর উপস্থিত থাকছে বলে জানানো হয়েছে।

এক্সপো উপলক্ষে প্রকাশিত পোস্টারের শিরোনামে 'আই লাভ হিলসাইড হোন্ডা' দিয়ে বলা হয়েছে ঈদ ফ্যাশন এক্সপো ২৩, পাওয়ার্ড বাই কারমা ভেইপস ইনক। এক্সপোতে উপমহাদেশের নামই সব ফ্যাশন হাউসের উপস্থিতি ছাড়াও থাকছে দিনব্যাপী র‍্যাফেল ড্র এবং আকর্ষণীয় পুরস্কার। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, কাস্টমার ও ভেন্ডরদের জন্য নামাজের স্থান এবং ইফতারের আয়োজন থাকবে। লাইভ ধারা বর্ণনাসহ প্রথমবারের মতো এমন কোন এক্সপোতে পার্সনাল সোপার্সের ব্যবস্থা থাকবে।

ঈদের আবহ নিয়ে ছবি তোলার ব্যবস্থাসহ ছোটমনিদের খেলাধুলার আলাদা এলাকা থাকবে। ফলে নির্বিঘ্নে লোকজন কেনাকাটা করতে পারবেন। উদ্যোক্তারা আশা করছেন, হাজারের বেশি লোক এ বর্ণাঢ্য প্রদর্শনীতে যোগ দেবেন। এরইমধ্যে ভেন্ডর বুকিং সোল্ড আউট হয়ে গেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.