সিলেট সদর এ‌সো‌সি‌য়েশন অব নিউ জার্সীর ইফতার মাহফিল

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৩ ০২:৫৩ (মঙ্গলবার)
সিলেট সদর এ‌সো‌সি‌য়েশন অব নিউ জার্সীর ইফতার মাহফিল

6zzfm3xuসিলেট সদর এ‌সো‌সি‌য়েশন অব নিউ জার্সীর ইফতার মাহ‌ফিল ৯ এপ্রিল রোববার  নিউজার্সীর উডল্যান্ড পার্কের বেঙ্গল স্পাইস রেষ্টু‌রে‌ন্টে অনু‌ষ্ঠিত হয়। মাহ‌ফি‌লে উপ‌স্থিত হন প্যাটার্সন  সি‌টির কাউন্সিল প্রেসি‌ডেন্ট শা‌হিন খা‌লিক, কাউ‌ন্সিলম্যান এট লার্জ মোঃ ফ‌রিদ উ‌দ্দিন, উপ‌দেষ্টা মোঃ হামিদুর রহমান, উপ‌দেষ্টা আবুল ফয়সল তারা, ট্রা‌ষ্টি জু‌য়েল আহমদ, ট্রা‌ষ্টি এ‌হিয়া খান, প্রাক্তন সভাপ‌তি সামসু‌দ্দিন চৌধুরী অপু, সভাপ‌তি র‌ফিকুল ইসলাম চৌধুরী সাকু, সাধারন সম্পাদক আলমগীর খান, সহ সভাপ‌তি  মোহম্মদ হাসান মু‌র্শেদ, আ‌নোয়ার চৌধুরী, ফখরুল ইসলাম চৌধুরী, মিজান চৌধুরী, সৈয়দ হো‌সেন জু‌মেল, কামাল উ‌দ্দিন, ও‌জিউর রহমান, এমরান আহমদ চৌধুরী, তা‌নিম, মাহফুজ, না‌হিদ, আ‌নোয়ার মিয়া প্রমুখ। পরিবার নিয়ে ইফতারে যোগ দিয়েছিলেন সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.