বাংলাদেশী আমেরিকান পোষ্টাল এ্যামপ্লয়িস এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
৪ এপ্রিল রোববার বাংলাদেশী আমেরিকান পোষ্টাল এ্যামপ্লয়িস এসোসিয়েসনের দোয়া ও ইফতার মাহফিল খলিল বিরিয়ানি হাউজে অনুষ্টিত হয়। বাংলাদেশী পোস্টাল এ্যামপ্লয়িসের সকল সদস্য এবং সদস্য পরিবারের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিনিত হয়। সকলের মধ্যে ঐক্য সৌহার্দ্য পূর্ণ আচরণ ছিল চোখে পরার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ ফারুক হোসেন মজুমদার এবং অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুঃ এন আলম মিনা। প্রধান অতিথি বাংলাদেশ সোসাইটির প্রক্তন ভার প্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার , বিশেষ অতিথি বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার আঃ হাকিম মিয়া হিসেবে উপস্থিত ছিলেন।
সভাপতি মোঃ ফারুক হোসেন মজুমদারের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। একে একে কার্যকরি কমিটির সিনিয়র সহ সভাপতি সানি গোপ ও সহ সভাপতি মতি লাল দাস, সহ সাধারণ সম্পাদক বাবুল হোসেন সানি, অর্থ সম্পাদক আমানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লুকমান রহমান, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান বিপু, প্রচার সম্পাদক মোঃ মোজাম্মেল হক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন , সমাজকল্যান সম্পাদক সাউদ এ আকাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন রাজু, কার্যকরি কমিটির সদস্য এম কামাল, মোহাম্মদ এন আমিন, পাবেল মাহমুদ ও প্রশান্ত সাহা রমজানের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের মঙ্গল কামনা করে বক্তব্য দেন।ইফতারের আগে সকলের মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন ইকনা মসজিদের ২য় ইমাম জনাব হাফেজ কৌশিক আহমেদ বেলাল। সাধারণ সম্পাদক এন আলম মিনা সকলকে ইফতারে অংশ গ্রহন করার জন্য ধন্যবাদ জানিয়ে আগামী ৩০ জুলাই বাৎসরিক পিকনিকে সবাইকে অংশ গ্রহন করার জন্য আহবান জানান।
সংগঠনের সভাপতি জনাব মোঃ ফারুক হোসেন মজুমদার সবাইকে শুভেচ্ছা ও সংগঠনের মঙ্গল কামনা করে ইফতার ও দোয়া মাহফিল এর সমাপ্তি ঘোষনা করেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.