বাংলাদেশী আমেরিকান পোষ্টাল এ‍্যামপ্লয়িস এসোসিয়েশন ইউএস'র  ইফতার ও দোয়া মাহফিল উদযাপন

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৩ ০৩:৫৬ (মঙ্গলবার)
বাংলাদেশী আমেরিকান পোষ্টাল এ‍্যামপ্লয়িস এসোসিয়েশন ইউএস'র  ইফতার ও দোয়া মাহফিল উদযাপন

PHOTO-2023-04-14-23-36-39(1)৪এপ্রিল রবিবার বাংলাদেশী আমেরিকান পোষ্টাল এ্যামপ্লয়িস এসোসিয়েসন ইউএস'র দোয়া ও ইফতার মাহফিল খলিল  বিরিয়ানি হাউজ, ১৬৭২০ হিলসাইড এভিনিউতে অনুষ্টিত হয়।  বাংলাদেশী পোস্টাল এ্যামপ্লয়িসের সকল সদস্য এবং সদস্য পরিবারের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিনিত হয়। সকলের মধ্যে ঐক্য সৌহার্দ্য পূর্ণ আচরণ ছিল চোখে পরার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মোঃ ফারুক হোসেন মজুমদার এবং অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুঃ এন আলম মিনা। 
প্রধান অতিথি বাংলাদেশ সোসাইটির প্রক্তন ভার প্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার , বিশেষ অতিথি বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার আঃ হাকিম মিয়া হিসেবে উপস্থিত ছিলেন।    সভাপতি মোঃ ফারুক হোসন মজুমদার এর রমজান মোবারক ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। একে একে কার্যকরি কমিটির সিনিয়র সহ সভাপতি জনাব সানি গোপ ও সহ সভাপতি জনাব জনাব মতি লাল দাস, সহ সাধারণ সম্পাদক জনাব বাবুল হোসেন সানি, অর্থ সম্পাদক জনাব আমানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনাব লুকমন রহমান, দপ্তর সম্পাদক জনাব মাহবুবুর রহমান বিপু, প্রচার  সম্পাদক জনাব মোঃ মোজাম্মেল হক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব সাজ্জাদ হোসেন ,  সমাজকল‍্যান সম্পাদক সাউদ এ আকাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনাব মহিউদ্দিন রাজু, কার্যকরি কমিটির সদস্য এম কামাল, মোহাম্মদ এন আমিন,পাবেল মাহমুদ ও প্রশান্ত সাহা। সকলে রমজান মোবারক ও শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের মঙ্গল কামনা করে বক্তব্য দেন।
এর পর ইফতারের আগে সংগঠনের এবং সকলের মঙ্গল কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন ইকনা মসজিদের ২য় ইমাম জনাব হাফেজ কৌশিক আহমেদ বেলাল।  সকল ধর্মের লোক মহান সৃষ্টি কর্তার কাছে অনুগত প্রকাশ করে সকলের মঙ্গল কামনা এবং সংগঠনের উত্তরোত্তর মঙ্গল কামনা করে দোয়া করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মুঃ এন আলম মিনা সকলকে ইফতার পার্টিতে অংশ গ্রহন করার জন‍্য ধন্যবাদ ও আগামী ৩০শে জুলাই বাৎসরিক পিকনিকে সবাইকে অংশ গ্রহন করার জন্য আহবান জানান।
সংগঠনের সভাপতি জনাব মোঃ ফারুক হোসেন মজুমদার তার সমাপনী বক্তব্য শুভেচ্ছা ও সকলের সহযোগিতা চেয়ে সংগঠনের উত্তরোত্তর মাঙ্গল কামনা করে ইফতার ও দোয়া মাহফিল এর সমাপ্তি ঘোষনা করেন।

ধন্যবাদ
মোঃ ফারুক হোসেন মজুমদার
সভাপতি
মুঃ এন আলম মিনা
সাধারন সম্পাদক

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.