বাংলাদেশি বেওয়ারিশ লাশ

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৩ ১২:২৮ (মঙ্গলবার)
বাংলাদেশি বেওয়ারিশ লাশ

parvezনিউইয়র্কে আরো একজন বাংলাদেশির বেওয়ারিশ লাশ মর্গে পড়ে আছে। পারভেজ আলম নামের এ বাংলাদেশির জন্ম ১৯৭৬ সালে। কুইনসের এলমাহার্স্ট এলাকায় একাই বসবাস করতেন। ২০২২ সালের ২৬ ডিসেম্বর বাসায় তাঁর মৃত্যু হয়েছিল। পরিবার পরিজনের খোঁজ পাওয়া যায়নি।   লাশটি নিউইয়র্ক সিটির চীফ মেডিকেল এক্সামিনারের তত্ত্বাবধানে বেওয়ারিশ হিসেবে মর্গে রাখা আছে। দাফন করা হচ্ছে না। সিটির পক্ষ থেকে পারভেজের পরিচিতজন বা  আত্মীস্বজনের খোঁজ করা হচ্ছে।এ নিয়ে ব্রুকলিনের বসবাসরত সাংবাদিক সোহেল মাহমুদ জানিয়েছেন, তিনি নানা সূত্র ধরে তল্লাসি চালাচ্ছেন। সামাজিক মাধ্যমে পারভেজের ছবি প্রকাশ করে পারভেজের পরিচয় অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে। ছবি দেখে এ বাংলাদেশীকে কেউ সনাক্ত করতে পারলে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.