কর্নফুলী ট্যাক্স সার্ভিসের মাধ্যমে ১৫ জন বিজয়ী আয়কর দাখিলকারি

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৩ ০১:২৯ (সোমবার)
কর্নফুলী ট্যাক্স সার্ভিসের মাধ্যমে ১৫ জন বিজয়ী আয়কর দাখিলকারি

kornofullyনিউইয়র্কের স্বনামধন্য প্রতিষ্ঠান, কর্নফুলী ট্যাক্স সার্ভিসের মাধ্যমে আয়কর দাখিলকারি ১৫ জন বিজয়ীর নাম লটারির মাধ্যমে নির্ধারন করা হয়েছে। বিজয়ীদের প্রত্যেকজন পাবেন ১ হাজার ডলার করে পুরস্কার । ২০২২ সালে কয়েক হাজার আয়কর দাখিলকারী ব্যক্তিদের মধ্য থেকে কর্নফুলী ট্যাক্স সার্ভিস লটারির মাধ্যমে ১৫ জন ভাগ্যবান বিজয়ীর নাম ঘোষনা করেন। ১৯ এপ্রিল বুধবার জ্যাকসন হাইটস্থ কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে এই লটারির কার্যক্রম পরিচালনা করা হয়।   আগামী ৮ মে বিকাল ৫ টায় বিজয়ীদের মধ্যে চেক হস্তান্তর করবেন কর্নফুলী ট্যাক্স সার্ভিসের সিইও এনরোল এজেন্ট মোহাম্মদ হাসেম। তিনি বলেন, আয়কর দাখিল প্রক্রিয়াকে উৎসাহিত করতে আমাদের এই পরিকল্পনা এবং কিছু লোক এই অর্থ পেয়ে নিজেরা তাদের পছন্দমত গ্রোসারি বা ব্যাক্তিগত কাজে এই ডলার ব্যয় করতে পারবেন। কর্নফুলী ট্যাক্স সার্ভিস কমিউনিটিতে বেশ কয়েক বছর থেকে আয়কর দাখিল প্রক্রিয়ায় বেশ সুনামের সাথে  কাজ করে যাচ্ছেন।   সেবা ও পেশাদারিত্ব দিয়ে প্রতিষ্ঠানটিকে নিউইয়র্কে স্বদেশীদের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে মনে করা হয়। লটারীতে ১৫ জন বিজয়ীরা হলেন শেখ এম আলী, মোহাম্মদ এ চৌধুরি, মাহবুব হোসাইন, মিথিলা তাবাস্সুম, নাহিয়ান খান, আবু এম নোমান, পারিসা ইসলাম, শাহিন সুলতানা, আব্দুর রাজ্জাক, পার্থিব গোস্বামী, সোহেল চৌধুরি, মোহাম্মদ এ সরদার, এমডি এ তালুকদার এবং মহিউদ্দিন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.