আহসান হাবিব কিংস কাউন্টির কমিউনিটি বোর্ড সদস্য নির্বাচিত
প্রকাশিত:
২৪ এপ্রিল, ২০২৩ ০২:৫৬ (মঙ্গলবার)
লায়ন আহসান হাবিব কিংস কাউন্টির (ব্রুকলিন ব্যরো ) কমিউনিটি বোর্ড-৩ এর সদস্য নির্বাচিত হয়েছেন। বিশিষ্ঠ কমিউনিটি একটিভিস্ট হাবিব প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পরিচিত মুখ। মূলধারার রাজনীতিতেও রয়েছে তার পদচারনা। তিনি বাংলাদেশে সোসাইটির গত কমিটিতে নির্বাচিত কর্মকর্তা ছিলেন। নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের বর্তমান সভাপতি তিনি।
আইটি ল্যাব সলিউশন্স লি.