ঢাকার ক্ষত-বিক্ষত বাস আগন্তুকদের কী বার্তা দেয় ?

প্রকাশিত: ০১ জুন, ২০২৩ ০১:২০ (সোমবার)
ঢাকার ক্ষত-বিক্ষত বাস আগন্তুকদের কী বার্তা দেয় ?

দেশের নানা প্রান্ত থেকে যারা প্রথমবার রাজধানী ঢাকায় ঘুরতে বা যেকোনো কাজে আসেন, তাদের কাছে প্রথম দর্শনে ঢাকার রাস্তায় চলাচল করা পাবলিক পরিবহনগুলো কী বার্তা দেয়?


প্রথম বারের মতো ঢাকায় আসা মানুষটির মনে হয়তো ধারণা রয়েছে যে এই শহরের মানুষগুলো খুব সুন্দর; পোশাক-পরিচ্ছদে কেতাদুরস্ত; বাহারি রঙের পোশাক; নানা রকমের সাজগোজ; চুলে বাহারি ফ্যাশন; মানুষগুলো খুবই স্মার্ট ও ব্যস্ত; রং-বেরঙের বড় বড় দালান-কোঠা; প্রশস্ত রাস্তাঘাট; নগরের রাস্তায় রিকশা থেকে শুরু করে চলছে হাজারো গণপরিবহন; সবচেয়ে দামি প্রাইভেট কার।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.