‘জুতা লাগবে জুতা? কুমিরের চামড়ার জুতা?’
প্রকাশিত:
২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১০ (সোমবার)
পরিচালক ও সেন্সর বোর্ডের সদস্য খিজির হায়াত খান আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রীর দুর্নীতি প্রসঙ্গে লিখেছেন, ‘জুতা লাগবে জুতা? কুমিরের চামড়ার জুতা? কুমির না, পারলে এ দেশের মানুষের চামড়ার জুতা পড়ত হারামিগুলা।’
.jpg)
সম্প্রতি শেষ হওয়া কানাডার টরন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় মেহজাবীন অভিনীত সিনেমা ‘সাবা’র। আগেই শেষ হয়ে যায় তিনটি প্রদর্শনীর সব টিকিট। সিনেমাটি প্রশংসিতও হয়। উৎসব শেষের পর টরন্টো থেকে অভিনেত্রী ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘স্বাগত শরৎ।’
আইটি ল্যাব সলিউশন্স লি.