মাধবপুরে শিক্ষক মাহবুব ইসলাম আর নেই

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫ ১৮:১৭ (মঙ্গলবার)
মাধবপুরে শিক্ষক মাহবুব ইসলাম আর নেই

অকালপ্রয়াণে স্তব্ধ মনতলা শাহজালাল সরকারি কলেজ। কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাহবুব ইসলাম শনিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অল্প বয়সেই তিনি শিক্ষকতা জীবনে অসামান্য সুনাম অর্জন করেছিলেন।


জানা যায়, শনিবার বিকেলে তিনি স্বাভাবিকভাবে কলেজের ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই আকস্মিক মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মাহবুব ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নজরপুর গ্রামের কৃতি সন্তান। অল্প বয়সেই তিনি ইংরেজি সাহিত্যে গভীর জ্ঞান অর্জন করেন এবং শিক্ষকতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতেন।

সহকর্মীরা জানান, তিনি ছিলেন এক নিষ্ঠাবান ও নীতিবান শিক্ষক। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন প্রেরণার উৎস।

সহকর্মী কাউছার আহমেদ বলেন, “মাহবুব স্যার ছিলেন অসাধারণ প্রতিভাবান শিক্ষক। তিনি দুটো বই লিখেছেন এবং সর্বদা অধ্যয়ন ও গবেষণায় নিমগ্ন থাকতেন। আজ দুপুরেও কলেজে ক্লাস নিয়েছেন, কে জানত এটাই হবে তার শেষ দিন!”

তার মৃত্যুতে মাধবপুর উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ছাত্রছাত্রী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন।
একজন মেধাবী, পরিশ্রমী ও জননন্দিত শিক্ষক হিসেবে মাহবুব ইসলামের অবদান শিক্ষাঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.