https://voiceofpeople24.com/
4029
sylhet
প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৫ ১৮:১১
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং পিআর নয়, এফপিটিপি (FPTP) ভোট পদ্ধতি গ্রহণের দাবিতে জনমত গঠনের লক্ষে সিলেটে মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের সাবেক কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নেতৃত্বে বিশাল এই প্রচার মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সোমবার দুপুরে নগরীর টিলাগড় পয়েন্ট থেকে অন্তত সহস্রাধিক মোটরসাইকেলযোগে নেতাকর্মীরা মিছিলটি বের করে মিরাবাজার, নাইওরপুর, বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার ও লামাবাজার হয়ে পূণরায় একই স্থানে গিয়ে পথসভায় মিলিত হয়।
প্রচার মিলিঠ শেষে পথসভায় সভাপতিত্ব করেন ছাত্রনেতা আবু ইয়ামিন চৌধুরী এবং পরিচালনা করেন আছনাত উদ্দিন জাহিন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রনীত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, এদেশের মানুষ পিআর পদ্ধতি কি বুঝে না। তাই পূর্বের ভোটিং পদ্ধতি তথা সরাসরি সংখ্যা ঘরিষ্টতা পূর্বের ভোটিং পদ্ধতি বাস্তবায়নে সবাইকে সচেতন করতেই এই প্রচার মিছিল।
তিনি বলেন, ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ তথা এফপিটিপি (FPTP) একটি একক বিজয়ী ভোটদান ব্যবস্থা, যেখানে ভোটাররা একজন প্রার্থীকে ভোট দেন এবং ভোটের ফলাফলে সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থী নির্বাচিত হন।
এছাড়া বক্তব্যের শুরুতে তিনি জুলাই আন্দোলনে ভূমিকা রাখা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের সুস্বাস্থ্য কামনা করে বলেন।