https://voiceofpeople24.com/

3842

opinion

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মিশিগানে ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৩ ০৯:৫১ | আপডেট : ৩০ নভেম্বর -০০০১ ০০:০০

imageবাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মিশিগানের বিভিন্ন স্থানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া দাওয়াসহ বিভিন্ন কর্মকান্ডের আয়োজন করা হচ্ছে। বিভিন্ন কাপড়ের দোকান থেকে শিশু কিশোররা রংবেরংয়ের পোষাক, নারীরা শাড়ী, পুরুষরা পাঞ্জাবী কিনছেন  পহেলা বৈশাখে পরার জন্য। নববর্ষের অনুষ্ঠানের জন্য গান, নৃত্যের রিহার্সেল চলছে বিভিন্ন স্থানে।  

দুর্গা মন্দির : ডেট্রয়েটে অবস্থিত দুর্গা মন্দিরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আগামী ১৬ এপ্রিল রোববার সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। দুপুরে পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, প্রসাদে থাকবে রকমারী তরকারী, ব্যঞ্জন, দই, পায়েস সহ বিভিন্ন স্বাদের মিষ্টি। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য, কবিতা পাঠের আসর, কোরাস গান, দর্শকদের অংশ গ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান, অনুষ্ঠানটি পরিচালনা করবেন পার্থ দেব।

সন্ধ্যায় কলকাতা থেকে আগত অতিথি শিল্পী কোকিলা দত্তের একক সঙ্গীতানুষ্টান, আকর্ষণীয় পুরষ্কার থাকছে রাফেল ড্রতে। মন্দিরের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ চৌধুরী জানান,  করোনার কারণে বিগত  বছরগুলোতে বর্ষ বরণের এই উৎসব স্বতস্ফূর্তভাবে পালন করা যায়নি। তাই এই উৎসবকে কেন্দ্র করে সবার মধ্যেই  বিশেষ আগ্রহ। পহেলা বৈশাখের উৎসব উপলক্ষে সর্বত্রই সাজ সাজ রব। বিশেষ করে এখানে বেড়ে ওঠা শিশু কিশোরদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

শিব মন্দির : ১৫ এপ্রিল শনিবার ওয়ারেন সিটির শিব মন্দিরে নববর্ষ পালিত হবে। জানা গেছে, এতে থাকবে মঙ্গল শোভাযাত্রা,  সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে থাকবে কবিতাপাঠ, সমবেত সঙ্গীত, ছোটদের গান, নাচ, স্থানীয় শিল্পীদের নৃত্য, গান। দর্শক শ্রোতাদের অংশ গ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান।

কালী মন্দির : ওয়ারেন সিটির কালী মন্দিরে আগামী ১৫ এপ্রিল শনিবার বেলা ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলা নববর্ষের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে থাকবে পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।