1
https://voiceofpeople24.com/
3923
art-literature
প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৩ ০৮:১৮ | আপডেট : ৩০ নভেম্বর -০০০১ ০০:০০
সাম্প্রতিক সময়ে ইফতার পার্টির ন্যায় সেহরি পার্টি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সদা জেগে থাকা নিউইয়র্কের বাংলাদেশীবহুল এলাকায় সেহেরি পার্টি হচ্ছে ব্যাপকভাবে। রেস্টুরেন্ট খোলা থাকছে রাতভর।
নিউইয়র্কে ব্রংকসের খলিল বিরিয়ানী রেষ্টুরেন্টে গত কয়েক বছর ধরেই সেহরি পার্টি অনুষ্ঠিত হয়ে আসছে। এমনি একটি পার্টি অনুষ্ঠিত হলো ১৪ এপ্রিল শুক্রবার পহেলা বৈশাখ রাতে। খলিল বিরিয়ানী হাউজের নতুন আঙ্গিকে বৃহৎ পরিবেশে তা অনুষ্ঠিত হয়। আর এর আয়োজক ছিলেন খলিলুর রহমান ও তার বন্ধু মহল । নিউ জার্সি থেকে দেড় ঘন্টার ড্রাইভ করে সেহরি পার্টিতে যোগ দেন প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী। তাঁর সাথে ছিলেন নিউ জার্সির ফ্রাঙ্কলিন টাউনশিপের কাউন্সিলওম্যান সেপা উদ্দীন।
অন্যান্যের মধ্যে এ ইফতার পার্টিতে যোগ দেন রিয়েলটর আব্দুল আজিম, সাংবাদিক নাজমুল আহসান, কমিউনিটি একটিভিস্ট আহসান হাবিব. আব্দুর রশীদ বাবু, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, ব্রংকস কমিউনিটি একটিভিস্ট আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, জুয়েল, স্টারলিং ফার্মেসীর আলী, ডিটেকটিভ মাসুদুর রহমান, স্বপন তালুকদার, আলা উদ্দীন, সালেহ উদ্দীন, কামরুজ্জামান বাবু, মামবুর রহমান, সাহাদত হোসেন, মোজাফ্ফর হোসেন, বাবুল হাওলাদার, গাজী সুজন, ফারুক তালুকদার, সুমন চৌধরিী, ওয়াদুদ তালুকদার,মোঃ ইসলাম মামুন, সাংবাদিক হাবিবুর রহমান, মাকসুদুল কবির, আফরোজা ইসলাম, এমবি তুষার প্রমুখ। খাবারের মেন্যু ছিল চমৎকার ও সুস্বাদু। মধ্যরাত থেকে ভোরের আজান অবধি অতিথিরা চুটিয়ে আড্ডা দেন এই সেহরি পার্টিতে।