https://voiceofpeople24.com/

4030

sylhet

দিরাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৫ ১৮:১৩

সুনামগঞ্জের দিরাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়াম হলে এ কর্মশালার আয়োজন করা হয়।


ব্র্যাক আয়োজিত “দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি”র আওতায় আয়োজিত এ কর্মশালায় দুর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতি, ক্ষয়ক্ষতি প্রতিরোধ ও দুর্যোগকালীন করণীয় বিষয় নিয়ে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় প্রতিটি মাসিক সভায় নিয়মিতভাবে আলোচনা করা হয়। দিরাইয়ে বিশুদ্ধ পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপনের কাজ অব্যাহত রয়েছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক টিউবওয়েলে বর্তমানে বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। ভবিষ্যতের জন্য আরও ডিপ টিউবওয়েল স্থাপন জরুরি।

ইউএনও সনজিব সরকার বলেন, আয়রনমুক্ত বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবামূলক সেমিনার আয়োজন ও কমিউনিটি ক্লিনিকগুলো সক্রিয় রাখার পাশাপাশি হাওরপাড়ের গ্রামগুলোতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ঘাটতি দূর করতে হবে। ব্র্যাকের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে স্বাস্থ্যঝুঁকি অনেকটা কমে যাবে।

সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাসিবুর রহমান বলেন, “দিরাই উপজেলা হাওরবেষ্টিত এলাকা। চারপাশে হাওর, খাল-বিল ও নদনদী থাকায় প্রতিবছরই এ অঞ্চল বন্যায় আক্রান্ত হয়। বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন চলছে। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক দুর্যোগ মোকাবেলা কমিটির সবাইকে পূর্বপ্রস্তুতি ও স্বাস্থ্যসেবায় আরও সচেতন হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- আবাসিক প্রকৌশলী পিডিপি পরশুরাম তরফদার, পানি উন্নয়ন কর্মকর্তা মির্জা আবু ছাইদ, সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, করিমপুর ইউপি চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট (ব্র্যাক) তোষার চক্রবর্তী, জেলা সমন্বয়ক (ব্র্যাক) শাহ আলম, এরিয়া ম্যানেজার নিখিল চন্দ্র দে, হাবিবুর রহমান এফসি, রুকনুজ্জামান জহুরী, ইউপি সদস্য শাহাবুদ্দীন ও মাসুদ চৌধুরী প্রমুখ।