https://voiceofpeople24.com/
3597
sylhet
প্রকাশিত : ২২ মার্চ ২০২৩ ১২:২৫ | আপডেট : ০১ মে ২০১১ ০০:০০
যুক্তরাষ্ট্রে মুসলমান জনগোস্টি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নিউইয়র্কের বাইরেও বিভিন্ন রাজ্যে বাড়ছে মুসল্মানদের ধর্মীয় কোলাহল। বিভিন্ন শহরে পবিত্র রমযান মাসকে স্বাগত জানিয়ে আলোকসজ্জা করা হচ্ছে। নিউজার্সীর হ্যামিল্টন শহরে বাতি প্রজ্বলন করে রমযান মাসকে স্বাগত জানানো হয়। ২১ মার্চ মঙ্গলবার নগরভবনের সামনে রমযান মাসকে নিয়ে স্বাগত সভায় বক্তৃতা করেন মেয়র ফিল ক্র্যামার, কাউন্সিল উওম্যান বাংলাদেশি সেপা উদ্দিন সহ নগর কতৃপক্ষের উর্ধতন কর্মকর্তারা। বিভিন্ন ধর্মের লোকজনও ব্যাপকভাবে রমযান স্বাগত সভায় যোগ দেন এবং কুশল বিনিময় করেন। বক্তারা বলেছেন, সহনশীলতা, ধৈর্য সহ রমযানের শিক্ষা সমাজের সব মানুষর জন্য কল্যাণকর। ভিডিওঃ Ibrahim Chowdhury