https://voiceofpeople24.com/
3601
science-technology
প্রকাশিত : ২৩ মার্চ ২০২৩ ১১:৪৫ | আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০২:০২
২২ মার্চ দিবাগত রাতে প্রথম তারাবির নামাজের মধ্য দিয়ে নিউইয়র্কসহ উত্তর আমেরিকার সর্বত্র মাহে রমজান শুরু হয়েছে। মুসলমান ধর্মালম্বীরা ২৩ মার্চ বৃহস্পতিবার প্রথম রোজা রেখেছেন। রমজান উপলক্ষে বাংলাদেশি এলাকাগুলোতে লোকজনকে ব্যাপক কেনাকাটা করতে দেখা গেছে। এ উপলক্ষে বিশেষ খাবার, ইফতারি বিক্রি অনেক বেড়েছে বলে জানিয়েছেন গ্রোসারি মালিকরা।
রমজানে অধিকাংশ মসজিদই খতম তারাবির আয়োজন করেছে। মোহাম্মদী কমিউনিটি সেন্টার এবারের পবিত্র রমজানেও ৪৫ মিনিটের ফেসবুক ভার্চ্যুয়াল লাইস্ট্রিম সূরা তারারির আয়োজন করেছে। রাত সাড়ে ৯টায়। রমজানের শেষ দশদিন এই নামাজ রাত ১০টা শুরু হবে বলে জানানো হয়েছে।
তারাবির নামাজ উপলক্ষে নিউইয়র্কের মুসলিম প্রধান এলাকাগুলোতে পুলিশের বিশেষ টহল চলমান থাকবে। সিটি মেয়র ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লোকজন যাতে নির্বিঘ্নে উপাসনা করতে পারেন, সে জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রমযান উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসের সময়সূচির কিছুটা পরিবর্তন হয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাধারণ অফিস সময়সূচি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডকুমেন্ট গ্রহণ করা হবে, বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ডুকুমেন্ট ডেলিভারি দেয়া হবে এবং ডকুমেন্ট প্রেসেস করা হবে বেলা সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত।