https://voiceofpeople24.com/
3640
whole-country
প্রকাশিত : ২৪ মার্চ ২০২৩ ১০:১৯ | আপডেট : ৩০ নভেম্বর -০০০১ ০০:০০
বারী হোমকেয়ার, বারী সুপার মার্কেট, বারী পার্টিহলের সফল ব্যবসার পর এবার উদ্বোধন করা হয়েছে বারী রেষ্টুরেন্ট। ২২ মার্চ বুধবার ব্রংকসের ক্যাসেল হিল এভিনিউতে এ রেষ্টুরেন্টের উদ্বোধন করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন বারী গ্রুপের সিইও আসেফ বারী টুটুল। স্বাগত বক্তব্য রাখেন বারি গ্রুপের চেয়ারম্যান মুনমুন বারী। বক্তব্য রাখেন ডা: আবদুস সবুর, অ্যাটর্নি এন মজুমদার, লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবিবসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
বারি গ্রুপের সিইও আসেফ বারী টুটুল বলেছেন, কমিউনিটি সেবার জন্য এই রেষ্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। হালল ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করাই তাঁদের প্রধান লক্ষ্য থাকবে বলে বলেছেন। নিউইয়র্কের সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত মুনমুন বারী বলেছেন, পেশাদারিত্ব ও মান বজায় রেখে ব্রংকসে জনসেমাজের সেবার জন্য বারী রেস্টুরেন্ট সেবা প্রদান করে যাবে।