https://voiceofpeople24.com/

3643

whole-country

ছড়াটে’র সাম্প্রতিক সংখ্যার মোড়ক উন্মোচন

প্রকাশিত : ২৫ মার্চ ২০২৩ ১২:০৪ | আপডেট : ০৯ এপ্রিল ২০১২ ০০:০০

ছড়াটে’র সাম্প্রতিক সংখ্যার মোড়ক উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা-ছড়াকার তাজুল ইমাম। ছবি : সংগৃহীত ছড়াটে’র সাম্প্রতিক  সংখ্যার মোড়ক উন্মোচিত হলো নিউইয়র্কে। উল্লেখযোগ্য সংখ্যক ছড়াকার ও সুধীজনের  উপস্থিতিতে গত ১৯ মার্চ ২০২৩  রোববার মোড়ক উন্মোচন করলেন বীর মুক্তিযোদ্ধা-শিল্পী-ছড়াকার তাজুল ইমাম।  ছড়াটে আয়োজিত মাসিক ঘরোয়া ছড়াড্ডায় এই ছড়াগ্রন্থটির মোড়ক উন্মোচিত হয়।  এবছরের ২৬ ফেব্রুয়ারি ছড়াটে’র মাসিক ঘরোয়া ছড়াড্ডার সূচনা হয়। এটি ছিল দ্বিতীয়তম আসর। এবারের  ছড়াড্ডাটি অনুষ্ঠিত হয় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রয়াত  কবি দিলওয়ারের বাসভবনে। তাজুল ইমাম সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে অবিচলভাবে গঠনমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার ছড়াটে’র প্রতিষ্ঠাতা ছড়াকার শাম্ স চৌধুরী রুশোসহ ছড়াটে’র সাথে সংশ্লিষ্টদের প্রশংসা করেন। গুণগতমান বজায় রেখে নিরবচ্ছিন্নভাবে প্রতিবছর  এমন সুন্দর ছড়াগ্রন্থ প্রকাশ করার জন‍্য সাধুবাদ ও অভিনন্দন  জানান।

স্বাধীনতার মাসে অনুষ্ঠিত এই আসরের শুরুতে দেশের জন‍্য জীবন উৎসর্গকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানো হয়। বিভিন্ন বিষয়ের ওপর ছড়া পাঠ করেন ছড়াকার মৃদুল আহমেদ, আদিত্য শাহীন, মিনহাজ আহমেদ, মানিক রহমান, রিপন শওকত, শাহীন দিলওয়ার, সুমন শামসুদ্দিন ও ছড়াকার শাম্ স চৌধুরী রুশো। সর্বসম্মতিক্রমে পরবর্তী মাসের ছড়াড্ডার তারিখ নির্ধারিত হয় ৩০ এপ্রিল। সবশেষে সমবেতভাবে   "ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা..." দেশাত্মবোধক গানটি গেয়ে আসরের সমাপ্তি টানা হয়।