https://voiceofpeople24.com/
3644
whole-country
প্রকাশিত : ২৫ মার্চ ২০২৩ ১২:১০ | আপডেট : ৩০ নভেম্বর -০০০১ ০০:০০
বাংলাদেশে স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ গণতান্ত্রিক ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে সক্রিয় অংশগ্রহণের আহ্বানে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগের (পিডিআই) সম্মেলন প্রস্তুতি সভায় আহ্বান রাখা হয়। স্বাধীনতা ঘোষণার মাস মার্চে পিডিআই’র ১২ মার্চের কর্মিসভায় মুক্তিযুদ্ধে অংশ নেয়া এবং আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনে নীরবতা পালন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৭ সেপ্টেম্বর পিডিআই কানাডার সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইউনিয়ন নেতা প্রাক্তন অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মো. মাশুক মিয়াকে চেয়ারম্যান এবং প্রগতিশীল রাজনীতির অগ্রসৈনিক মনির জামান রাজুকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। প্রস্তুতি কমিটি অন্য সদস্যরা হলেন কানাডাপ্রবাসী প্রগতিশীল রাজনীতির একঝাঁক নেতা-কর্মী। আছেন ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দুজা, হাবিবুর রহমান, টিটো খন্দকার, দুলাল পাল, আজফার সৈয়দ ফেরদৌস, সৌমেন সাহা এবং সোলায়মান তালুত রবিন।
এছাড়া আগামী ৩০ এপ্রিল রোববার মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের সাথে যৌথভাবে একটি আলোচনা অনুষ্ঠানের পরিকল্পনা নেয়া হয়েছে। উল্লেখ্য প্রস্তুতি কমিটি পিডিআই-এর জন্য গঠনতন্ত্র এবং কর্মসূচী প্রস্তুতির দায়িত্ব পালন এবং ১৭ সেপ্টেম্বর বর্ণাঢ্য সম্মেলন অনুষ্ঠান আয়োজন করবেন। সভায় সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দে এবং সভা পরিচালনায় ছিলেন সমন্বয়ক মাহবুব আলম।