https://voiceofpeople24.com/
3774
education
প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৩ ১০:৪৭ | আপডেট : ২৮ নভেম্বর ২০২৩ ১১:৩০
তৃতীয় বারের জন্য নিউইয়র্ক সিটির কুইন্স কমিউনিটি বোর্ড-৮ এর একজন মেম্বার হিসেবে নিয়োগ পেলেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট, মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকার বর্তমান প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ তৈয়েবুর রহমান হারুন। মোহাম্মদ তৈয়েবুর রহমান হারুন কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ড কর্তৃক আগামী দুই বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন।
কমিউনিটি বোর্ড নিউইয়র্ক সিটির সকল কমিউনিটি বিনির্মানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। কোথায় নতুন স্কুল নির্মিত হবে, কোন জোনে কত তলা ভবন হবে, কোথায় মদের দোকান হবে, সিটি বাজেটে অংশগ্রহণসহ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে কমিউনিটি বোর্ড। তারা তাদের নিজেদের কমিউনিটির উন্নয়ন সাধনের জন্য সিটিকে নিজস্ব প্ল্যান দিতে পারে। তিনি বাংলাদেশী তথা দক্ষিণ এশিয়ান কমিউনিটির উন্নয়নের জন্য কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন।