https://voiceofpeople24.com/
3980
entertainment
প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৩ ০৩:২০ | আপডেট : ২১ মে ২০২৩ ১১:১৯
নিউইয়র্কের মর্গে বেওয়ারিশ লাশ হিসেবে পড়ে থাকা লাশের পরিচয় মিলেছে। তাঁর নাম পারভেজ। পারভেজের পরিবারেরও খোঁজ মিলেছে। প্রবাসী টিভিতে তাঁর ছবি দিয়ে দেওয়া ১৮ এপ্রিলের পোস্টের সূত্রে এ নিয়ে খোঁজ খবর শুরু হয়। প্রথম আলো উত্তর আমেরিকাও প্রবাসী টিভির সূত্র ধরে সংবাদটি অনলাইনে প্রকাশ করে। এরপরই লং আইল্যান্ডে বসবাসরত পারভেজের এক আত্মীয়ের খোঁজ পাওয়া গেছে। কুইন্সে বসবাসরত পারভেজের আপন চাচার সাথে প্রবাসী টিভির কথা হয়েছে বলেও জানিয়েছেন সাংবাদিক সোহেল মাহমুদ। পরিচয় নিশ্চিত করে বলা হয়েছে ছবির ব্যক্তি পারভেজ আলম রনি। ঢাকার দক্ষিণখানের বাসিন্দা তিনি। নিউ ইয়র্ক সিটির চিফ মেডিকেল এক্সামিনারের অফিস থেকে পারভেজের মরদেহ বুঝে নেয়ার জন্য নিজেরাই প্রক্রিয়া করবেন বলে জানিয়েছেন কুইন্সে বসবাসরত পারভেজের চাচা। গত বছরের ২৬ ডিসেম্বর কুইন্সের এলমহার্স্ট এলাকায় একটি বাসায় পারভেজকে মৃত অবস্থায় পাওয়া যায়। নাম পরিচয়হীন হিসেবে তার মরদেহ তখন থেকে নিউ ইয়র্ক সিটির চিফ মেডিকেল এক্সামিনারের তত্ত্বাবধানে মর্গে সংরক্ষিত আছে। পারভেজের পরিচয় উদ্ধারে তার অফিস থেকে যোগাযোগ করা হয় নিউ ইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটে।এর আগে, এ বছরের জানুয়ারি মাসে গোলাম কিবরিয়া মাহমুদ নামে এক বাংলাদেশীর পরিচয়ও উদ্ধারে সিটির চিফ মেডিকেল এক্সামিনারের অফিস সাহায্য নেয় নিউ ইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের। সেই সময় ডেপুটি কনসাল জেনারেল এসএম নাজমুল হাসানের দেয়া তথ্যমতে অনুসন্ধান করে মরহুমের পরিচয় উদ্ধার করে প্রবাসী টিভি। তিনি ছয় মাস নাম পরিচয়হীন হিসেবে মর্গে পড়েছিলেন।