https://voiceofpeople24.com/

4014

lifestyle

কানাডায় আলবার্টার এডমন্টন, রেড ডিয়ার ও ক্যালগারিতে ঈদ উদযাপন

প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৩ ০১:২৯ | আপডেট : ২৮ নভেম্বর ২০২৩ ১০:৩৭

এডমন্টনে মসজিদে কোবার খোৎবা, পরিবারগুলোর পুনর্মিলন ও শিশুকিশোরদের একাংশ। ছবি: সংগৃহীত ঈদ উপলক্ষে কানাডার আলবার্টার এডমন্টন, রেড ডিয়ার, ক্যালগারি ও অন্যান্য শহরের মুসলমানদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। আল-রশিদ মসজিদ, এডমন্টনের ইসলামিক সেন্টার, কুবা মসজিদ, আলআমিনসহ অনেক কমিউনিটি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে নারী, পুরুষ ও শিশুরা রং বেরঙের পোশাকে উৎসব আনন্দে মেতে উঠে।   ঐতিহ্যবাহি খাবারের সাথে বিরিয়ানি  ,সমোসা, বাকলাভা এবং কুনাফার মতো মিষ্টি খাবারের মতো বিশেষ খাবার তৈরি করার রেওয়াজ রয়েছে। এই সময়  অনেক সংস্থা সাহায্য করার জন্য দাতব্য ড্রাইভ এবং ইভেন্টেরও আয়োজন করে। এডমন্টনে ঐতিহ্যবাহী খাবারের আয়োজনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় মুসলিম সেন্টারে।    নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্ক এর সভাপতি প্রবাসী লেখক, গবেষক ও সাংবাদিক, মুক্তিযুদ্ধা দেলোয়ার জাহিদ  ঈদ উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুর্নমিলনী আনুষ্ঠানে  বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।