https://voiceofpeople24.com/

3790

international

১১৫ কুইন্স পুলিশ প্রিসিংকট কমান্ডিং অফিসার আততাহেরিকে বিদায় জানিয়েছে কমিউনিটি  

প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৩ ১০:৩৬ | আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:১০

১১৫-কুইন্স-পুলিশ-প্রিসিংকট-কমান্ডিং-অফিসার-আততাহেরিকে-বিদায়-জানিয়েছে-কমিউনিটিএনওয়াইপিডি কুইন্স ১১৫-পুলিশ প্রিসিংকটের কমান্ডিং অফিসার জামিল আততাহেরিকে এক আবেগঘন পরিবেশে বিদায় ও একই সাথে প্রিসিংকটে নবাগত কমান্ডিং অফিসার এইলীন ডাউনিংকে স্বাগত জানায় প্রিসিংকটের অধীন কমিউনিটির সর্বস্থরের নেতৃবৃন্দ। ৩ এপ্রিল সোমবার বিকেলে প্রিসেন্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যোগ দেন বিপুল সংখ্যক বাংলাদেশী নেতৃবৃন্দ। বাংলাদেশী-আমেরিকান সংগঠন কেয়ার কুইন ও এএআই টিভি কর্তৃক প্রদত্ত প্রেসিডেন্ট বাইডেনের সেবা মূলক সনদপত্রটি বিদায়ী কমান্ডিং অফিসার আততাহেরীকে পাঠ ও হস্তান্তর করেন মোহাম্মদী সেন্টার ও এর স্বেচ্ছাসেবী সংগঠন এন্টাই টেরোরিজম এওয়্যারন্যাস ইউনিটের পরিচালক ইমাম কাজী কায়্যূম।   এ সময় তিনি প্রেসিডেন্ট বাইডেন কর্তৃক প্রেরিত ব্যাজটিও তাঁকে পরিয়ে দেন।  এর পর কম্যিউনিটি বোর্ড-৩ সহ একে একে অনেকগুলো সংগঠন তাদের নিজ নিজ সাইটেশন ও প্রশংসা পত্র তাঁকে প্রদান করেন।    বাংলাদেশী নেতৃবৃন্দের মধ্যে উদীয়মান একটিভিষ্ট ফাহাদ সুলাইমান, একটিভিষ্ট হাজী আব্দুর রহমান, একটিভিষ্ট ফরিদা ইয়াসমিন, ব্যবসায়ী আসেফ বারী টুটুল, গিয়াস আহমেদ, শাহ নেওয়াজ, জে জে জয়, হাওলাদার রহিম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২ ঘন্টা ব্যাপী অনুষ্ঠান শেষে মুসলিম নতৃবৃন্দের জন্য ছিল বিপুল পরিমাণ ইফতারীর আয়োজন।