https://voiceofpeople24.com/

3794

international

The Day Donald Trump Surrendered

প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৩ ১২:২৫ | আপডেট : ৩০ নভেম্বর -০০০১ ০০:০০

ইতিহাসের স্বাক্ষী হয়েছি আমরা। যুক্তরাষ্ট্রের একজন সাবেক প্রেসিডেন্ট অপরাধ আইনে অভিযুক্ত হয়ে আদালতে আত্মসমর্পন করেছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিউইয়র্কের আদালতে আত্মসমর্পন করেন ৪ এপ্রিল মঙ্গলবার। তাঁকে ৩৪টি অপরাধে অভিযোগ আনা হয়েছে। পর্ণ তারকার মুখ বন্ধ করা সহ তাঁর ব্যবসা পরিচালনায় জালিয়াতি সংক্রান্ত অপরাধে এসব অভিযোগ আনা হয়েছে। ঘরে ঘরে লোকজন টিভির সামনে ঠায় বসে ম্যানহাটনের আদালতের সামনে থেকে লাইভ সম্প্রচার দেখছিলেন।

আগের দিন থেকেই আদালত এলাকা সাংবাদিকদের সমাবেশে পরিণত হয়েছিল। মঙ্গলবার ভোর থেকে বেলা ২টা ৩০ মিনিটে শ্বাসরুদ্ধকর উত্তেজনায় সাংবাদিকরা ধারা বর্ণনা করছিলেন। আদালত এলাকায় ট্রাম্প সমর্থক ও বিরোধীদের পাশাপাশি অবস্থান নিতে দেখা গেছে। দুই পক্ষে উত্তেজনা ছড়ালেও উল্লেখযোগ্য কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ডেমোক্র্যাট প্রধান নিউইয়র্কে ডনাল্ড ট্রাম্প বিরোধিরা এমনিতেই শক্তিশালী।

এরপর বিপুল সংখ্যক লোকজন তাঁর সমর্থনে আদালত এলাকায় অবস্থান নিতে দেখা গেছে। তাঁদের হাতে শোভা পাচ্ছিল ট্রাম্পের সমর্থনে ব্যানার ফেস্টুন। ট্রাম্প বিরোধীরা থেমে থেমে উল্লাস প্রকাশ করছিল। নিউইয়র্ক সিটির ৩৪ হাজার পুলিশ কর্মকর্তাকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। শুধু আদালত এলাকাই নয় , নগর জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।