1
https://voiceofpeople24.com/
3795
international
প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৩ ১১:৩৮ | আপডেট : ৩০ নভেম্বর -০০০১ ০০:০০
যুক্তরাষ্ট্রে স্বনামধন্য আইনি সেবাদাতা প্রতিষ্ঠান গেহি এন্ড এসোসিয়েটের তত্ত্বাবধানে পাঁচ বাংলাদেশি গ্রিনকার্ড লাভ করেছেন। ৩ এপ্রিল সোমবার যুক্তরাষ্ট্রের একটি আদালত পাঁচ বাংলাদেশি গ্রিনকার্ড প্রদানের আদেশ প্রদান করে। পাঁচ বাংলাদেশি হলেন-মোহাম্মদ হোসেন, তাঁর স্ত্রী ও তিন সন্তান। তিনি বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সদস্য।
গেহি এন্ড এসোসিয়েটের কর্নধার নরেশ গেহি জানান, ২০১৫ সালের এপ্রিল মাসে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে পুলিশের হাতে আটক হন মোহাম্মদ হোসেন। পরবর্তীতে একই বছর ১১ থেকে ১৫ এপ্রিল চারদিন জেল খাটেন তিনি। পরে জেল থেকে বের হয়ে মো. হোসেন গেহি এন্ড এসোসিয়েটের মাধ্যমে অভিবাসী আশ্রয় (এসাইলাম) আবেদন করেন। আবেদনে এলডিপির সদস্য হওয়ায় ক্ষমতাসীনদের নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনেন। আদালত সবকিছু বিবেচনা করে তাদের পাঁচজনকে গ্রিনকার্ড প্রদানের আদেশ দেয়।
গেহি এন্ড এসোসিয়েট যুক্তরাষ্ট্রের একটি বিশ্বস্ত ও সুনামধন্য আইনি সেবা দাতা প্রতিষ্ঠান। যেটি ইমিগ্রেশন, ব্যাংক্র্যাপসি, ক্রেডিট কার্ড মেটার, ডিভোর্স, সিটিজেনশিপ, চাইল্ড কাস্টডি, চাইল্ড সাপোর্ট অর্ডার অব প্রোটেকশন ও সব ধরনের ভিসা ও ফিয়ানসি ভিসা প্রসেসিং সেবা তুলনামূলক কম ফি'তে দিয়ে থাকে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটস, ওজোন পার্কের লিভারটি অ্যাভিনিউ ও জামাইকা অ্যাভিনিউতে প্রতিষ্ঠানটির অফিস রয়েছে। বাংলাদেশি কমিউনিটি তো বটেই, দক্ষিণ আমেরিকার কলম্বিয়া, ইকুয়েডর, আর্জেন্টিনা; ভারতীয় উপমহাদেশের ভারত, পাকিস্তান, তিব্বত, নেপালের কমিউনিটির কাছে প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে।