https://voiceofpeople24.com/

3808

sports

ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৩ ০৩:০০ | আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০২:১৬

 ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো ৭ এপ্রিল শুক্রবার। কুইন্সের জ্যাকসন হ্ইাঁস্থ মুনলাইট রেষ্টুরেন্টে তা অনুষ্ঠিত হয়। ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের প্রেসিডেন্ট ও বিশিষ্ঠ রাজনীতিক গিয়াস আহমেদ উপস্থিত সাংবাদিক ও অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, কমিউনিটিতে ইমিগ্র্যান্ট এলডার হোম কেয়ার সততা ও নিষ্ঠার সাথে সেবা দিয়ে আসছে। আগামীতে এ সেবার পরিধি বাড়িয়ে আমরা এগিয়ে যেতে চাই। এ জন্য সকলের দোয়া ও সহযোগিতা প্রয়োজন।

ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ারের এই ইফতার পার্টিতে প্রতিষ্টানটির কর্মকর্তারা ছাড়াও সাংবাদিক ও কমিউনিটির গুরুত্বপূর্ন লোকজন উপস্থিত ছিলেন।