https://voiceofpeople24.com/

3937

art-literature

সিলেট সদর থানা এসোসিয়েশনের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৩ ০২:৩৮ | আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ০৭:৫৬

WhatsApp Image 2023-04-16 at 11.29.31 PMধর্ম, বর্ণ নির্বিশেষে সিলেট সদরের হতদরিদ্র মানুষদের মাঝে ঈদ উপহার বিতরন করেছে সিলেট সদর থানা এসোসিয়েশন। 

১৫ এপ্রিল  রোববার শহরের  বিভিন্ন স্থানে ফুড ব্যাংকিং টিম সিলেটের সহযোগিতায় এ কর্মসূচী পালিত হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, ছোলা, তৈল, চিনিসহ অন্যান্য খাদ্য দ্রব্য।

সংগঠনের সাবেক সভাপতি ইয়ামিন রশিদ, মামুন আহমেদ, ট্রাস্টি কল্লোল আহমদ, মওদুদ পাশা, রুহুল রকির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচী পালিত হয়।

“ঈদ উপহার বিতরন” কর্মসুচি সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন সিলেট সদর থানা এসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক খান (লায়েক) ও সাধারন সম্পাদক আর. সি টিটো।

সংগঠনের সাধারন সম্পাদক আর. সি. টিটো বলেন, “মানুষ মানুষের জন্য” এই শ্লোগানকে সামনে রেখে সিলেট সদর থানা এসোসিয়েশন নিউইয়র্কসহ বাংলাদেশের সিলেটে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। ভবিষ্যতেও সংগঠনের এধরনের কর্মসুচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।