https://voiceofpeople24.com/

3927

art-literature

জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৩ ০১:৪৬ | আপডেট : ৩০ নভেম্বর -০০০১ ০০:০০

fakrul-lead-1024x768ব্যাপক আয়োজন এবং অংশগ্রহনে জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। সংগঠনের সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে ও রিজু মোহাম্মদের পরিচালনায় প্রানবন্ত এ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিবিদ ও কমিউনিটির বিশিষ্টজন।
১৪ এপ্রিল শুক্রবার কুইন্সের কুইন্স বুলেভার্ডস্থ আগ্রা প্যালেসে অনুষ্ঠিত এ ইফতারের প্রধান স্পন্সর ছিলেন রিয়েলটর আব্দুল আজিম। অতিথিদের জায়নামাজ ও তসবিহ উপহার দেন সংগঠনের নবাগত সদস্য ও বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত মুখ শাহ জে চৌধুরী। অনুষ্ঠান উপস্থাপনায় সহায়তা করেন মিডিয়া ব্যক্তিত্ব এএফএম জামান। অতিথিদের দেখভালোর দায়িত্বে ছিলেন সাধারন সম্পাদক জে মোল্লাহ সানি। কোরআন তেলোয়াত করেন সৈয়দ মুস্তাজিন বিল্লাহ ও রেদোয়ানা জামান। মোনাজাত পরিচালনা করেন হাজি শামসুল ইসলাম।   অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং, স্টেট এসেমবিওম্যান জেনিফার রাজ কুমার, এলিসিয়া হেইম্যান, সিটি কাউন্সিলওম্যান নাতাশা উলিয়াম, জিম জেনারো, স্টেট সিনেটর জন ল্যু, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বিয়ানী বাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, সালেহ আহমেদ, ডা. নাজমুল খান, আকাশ রহমান, এ বি এম ওসমান গনি, সাংবাদিক ফজলুর রহমান, ডা.ওয়াজেদ এ খান, এ বিএম সালাহ উদ্দীন আহমেদ, সোলায়মান আলী, মিজানুর রহমান, টমাস দুলু রায়, আহসান হাবিব, বেলাল চৌধুরী, রোকেয়া আক্তার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক, সদরুল নুর, সৈয়দ আল আমীন রাসেল, সোসাইটির আমিনুল ইসলাম চৌধুরী, ফকরুল ইসলাম, নওশেদ আহমেদ,রেজাউল করিম চৌধুরী, আশরাজফুজ্জামান আশরাফ, আবুল কাশেম, অধ্যাপিকা হোসনেআরা বেগম, আবুল ফজল বেদারুল ইসলাম, রুমানা আহমেদ, আসিফ চৌধুরী, মিজানুর রহমান শেফাজ, শাহরিয়ার রহমান ও আলেয়া ফেরদৌসী।